ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির ইসলাম রাজশাহীর বাসিন্দা

কালের সমাজ | হাবিব আহমেদ, রাজশাহী জুলাই ২১, ২০২৫, ০৮:৫৬ পিএম রাজধানীতে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির ইসলাম রাজশাহীর বাসিন্দা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি রাজশাহীনগরীর উপশহরে স্ত্রীসহ বসবাস করতেন। যদিও তার গ্রামের বাড়ির চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। দুর্ঘটনার পর তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


আজ সোমবার (২১ জুলাই) দুপুর থেকে পাইলটের মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।


জানা গেছে, রাজশাহী নগরীর উপশহর তিন নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন নিহত বৈমানিক তৌকিরের পরিবার। এ বাসাতে থাকেন তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, ছোট বোন সৃষ্টি ও  বোনের স্বামী।


বাসার মালিক আতিকুল ইসলাম জানান, তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান। সে সময় জানতে পারেন সাগর জীবিত আছেন এবং ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, সাগরকে দেখতে পরিবারের সদস্যরা ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে এয়ারক্রাফটের ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাবের একটি মাইক্রোবাসে ভাড়া বাসা থেকে তাদের রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে নিয়ে যায়। সেখান থেকে তারা ঢাকা রওনা হন।


পাইলট তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার কানসাটে। তার বাবা তহুরুল ইসলাম আমদানি রপ্তানির ব্যবসা করেন। তৌকির রাজশাহী সরকারি ল্যাবরেটরী হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। গত এক বছর আগে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন।


উল্লেখ্য, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এতে পাইলটের মৃত্যুসহ ১৯ নিহতের খবর পাওয়া গেছে।


কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!