ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড়টি “শহীদ জান শরীফ মিঠু স্কয়ার” নামে নামকরণের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি প্রদান করেন।
এ সময় ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, জেলা বিএনপির নেতা রশিদুল ইসলাম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিটি গ্রহণ করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুর জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক জান শরীফ মিঠু জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকালে ঢাকার বনশ্রী এলাকায় নেতৃত্ব দিতে গিয়ে গত ১৯ জুলাই ২০২৪ তারিখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে শহীদ হন।
তার বীরত্বপূর্ণ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং প্রজন্মের কাছে তা তুলে ধরতে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের নাম পরিবর্তন করে “শহীদ জান শরীফ মিঠু স্কয়ার” নামকরণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
বক্তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন এই ন্যায্য ও স্মরণীয় দাবির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :