নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যাক্তির হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি অবস্থায় চকগৌরাং বিলের কাঁদা-পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
আজ সোমবার সকালে চকগোরাং বিলের কাঁদা-পানি থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন স্থানীয়রা। এর আগে রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এ ঘটনা ঘটে। এঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগী আব্দুল আজিজ মোল্লা (৫২) উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লা মোল্লার ছেলে। তিনি জানান, বাবার মৃত্যুর পর থেকে অধ্যবধি সৎ ভাই নাসির উদ্দিন গং এর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এর নায্য বিচার দাবি করছি। অপরদিকে প্রতিপক্ষের নাসির গংকে নিজ বাড়িতে আটক করে থানায় সংবাদ দেন স্থানীয়রা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :