ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ভাঙ্গা প্রতিনিধি সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:৪৪ এএম সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সীমানা পরিবর্তনের প্রতিবাদে সকাল থেকেই দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। এতে করে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়ক এবং সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যান আটকে যায়, ফলে যাত্রীরা পড়েন মারাত্মক ভোগান্তিতে।

জানা গেছে, নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণা হয়, যার ধারাবাহিকতায় শুক্রবার সকালে স্থানীয়রা রাস্তায় নামেন।

অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ অব্যাহত রাখবেন তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তবে সকাল পর্যন্ত অবরোধকারীরা মহাসড়ক ছাড়েননি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। আমরা বারবার বুঝিয়ে অবরোধ তুলে নিতে বলছি, কিন্তু তারা শুনছেন না।”

 

কালের সমাজ/এ.সং/এ.জে

Side banner
Link copied!