আসন্ন ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ২০২৬ (ট্যাম্পা, ফ্লোরিডা) উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
আতিকুর রহমান, কনভেনার, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ২০২৬,
জনাব আবুল হোসেন, প্রেসিডেন্ট, বিজেএমএ,
মীর আহসান, সাবেক পরিচালক, বিটিভি,
আবু মোরশেদ চৌধুরী, প্রেসিডেন্ট, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,
কাজী জাহিদুল ইসলাম, ডিরেক্টর, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক.,
মো. জুলফিকার আলী, অর্গানাইজিং চেয়ারম্যান,
আবদুল খালেক, সিনিয়র অতিরিক্ত মহাসচিব, এফবিসিসিআই,
ইঞ্জি. হারুনুর রশিদ, কান্ট্রি হেড, এমএসসি বাংলাদেশ,
মো. ওয়াকিল আহমেদ, প্রেসিডেন্ট, এজেএলআইবি,
ওয়াহেদুল ইসলাম, জয়েন্ট নিউজ এডিটর, দ্য ডেইলি অবজারভার,
আবুল কালাম আজাদ, কো-চেয়ারম্যান,
জনাব বশির উদ্দিন, কো-চেয়ারম্যান,
জনাব সোলাইমান, কো-চেয়ারম্যান,
এবং আবু তায়েব দিপু, কো-অর্ডিনেটর, ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এ আয়োজনকে ঘিরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা একত্রিত হবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটনের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :