ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সবজির পর এবার বাড়লো মুদি পণ্যর দাম

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২৫, ১১:৩৪ এএম সবজির পর এবার বাড়লো মুদি পণ্যর দাম

রাজধানীর বাজারে একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ছে। সবজির আগুনে পুড়তে থাকা বাজারে এবার যোগ হয়েছে মুদি পণ্য। গত এক সপ্তাহে মসুর ডাল, আটা ও ময়দার দাম লাফিয়ে বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, শিগগিরই খুচরা বাজারে আলুর দামও বাড়তে পারে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্যাকেটজাত আটা এখন কেজিপ্রতি ৫৫-৬০ টাকা, যা কয়েক দিন আগেও ছিল ৫০-৫৫ টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। ময়দার দামও বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ৭০-৭৫ টাকা, খোলা ময়দা ৬৫-৭০ টাকায়। মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন ১৪৫-১৫০ টাকায় পৌঁছেছে।

সবজির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও সেগুলোও ভোক্তাদের নাগালের বাইরে। বেগুন ১০০-১২০ টাকা, করলা ৯০-১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, আর কাঁচামরিচ এখনও ২০০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ আমদানি সত্ত্বেও খুচরায় দাম কমেনি। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-৮৫ টাকায়। পাইকারিতে ভারতীয় পেঁয়াজ ৬০-৬২ টাকা হলেও খুচরায় তার প্রভাব পড়ছে না।

এদিকে মুরগি ও ডিমের দামও স্থিতিশীল উচ্চতায় রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকা কেজিতে। ডিমের ডজন ১৪৫-১৫০ টাকা।

আলুর বাজারেও শিগগির পরিবর্তন আসতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার হিমাগার পর্যায়ে আলুর ন্যূনতম দাম কেজিপ্রতি ২২ টাকা বেঁধে দিয়েছে। এর ফলে পাইকারি ও খুচরা দরে প্রভাব পড়বে বলে জানিয়েছেন আড়তদাররা। তাদের হিসাব অনুযায়ী খুচরায় আলুর দাম বেড়ে ৩৫-৪০ টাকা পর্যন্ত যেতে পারে।

তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে আগের দরে, অর্থাৎ ২৫-৩০ টাকা কেজিতে।

 

কালের সমাজ/এ.স/এ.জে

Side banner
Link copied!