ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে মিল্ক ভিটার সমবায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

কালের সমাজ | রাকিব আল হাসান সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি আগস্ট ২৯, ২০২৫, ১২:১৮ পিএম সিরাজগঞ্জে মিল্ক ভিটার সমবায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫ ইং) সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্ক ভিটার সমবায়ীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাহজাদপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা দেন সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মিল্ক ভিটার সমবায়ীরা দুধের ন্যায্য দাম পাচ্ছেন না। পাশাপাশি দুধ সংগ্রহ, বিপণন ও সমবায় পরিচালনায় নানা অনিয়ম ও স্বার্থের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খামারি ও সমবায়ীরা।

বক্তারা দুধের ন্যায্য মূল্য নির্ধারণ, সমবায়ীদের অধিকার রক্ষা, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং সমবায়ভিত্তিক খামারিদের প্রাপ্য পাওনা আদায়ের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক সমবায়ী অংশ নেন। এ সময় তারা নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!