ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

কুলিয়ারচরে মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

কালের সমাজ | মোঃ সবুজ মিয়া, কুলিয়ারচর কিশোরগঞ্জ আগস্ট ২৮, ২০২৫, ০৬:৪৮ পিএম কুলিয়ারচরে মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কুলিয়ারচর কালী নদীর জলাশয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (বিএডিসি) শাওন মালাকার, কুলিয়ারচর পৌর বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম, বিশিষ্ট ঠিকাদার আরিফুল ইসলাম (হবি) প্রমুখ।

মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে জনগণের পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব নিরসন ও মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকারের এ উদ্যোগের ফলে এলাকায় মৎস্য উৎপাদন বাড়বে এবং স্থানীয় জেলেদের জীবিকা আরও সমৃদ্ধ হবে।

এই সময় রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, গনিয়াসহ দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়

অনুষ্ঠানটি আয়োজন করে কুলিয়ারচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কালের সসমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!