Humanity of Sirajganj এর উদ্যোগে এবং ক্রিয়েটিভ স্পেশাল স্কুলের সহযোগিতায় “পদ্মপুকুর পরিচ্ছন্ন ও সৌন্দর্য্য বর্ধন কর্মসূচি”র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার কর্মসূচির প্রথম দিনে সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা একসাথে পুকুরপাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শহরের সৌন্দর্য্য রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করা হবে। ধাপে ধাপে কর্মসূচির আওতায় পদ্মপুকুর এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা, ফুল গাছ রোপণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে।
উদ্যোগের প্রথম দিনেই এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :