নারায়ণগঞ্জের গাজীপুর - চট্টগ্রাম এসিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যা নামার সাথে সাথেই ডাকাতের উপদ্রব বেড়েছে।
নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জ গোলাকান্দাইল ব্রিজ থেকে সোনারগাঁ বস্তল পর্যন্ত প্রতিদিন ঘটছে ডাকাতির মতো ঘটনা।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়জায়,৫ই আগষ্টের পর থেকে এই ডাকাতের উপদ্রব বেড়েছে। প্রশাসনের টহলরত টিমের চোখ ফাঁকি দিয়ে, প্রশাসন কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে এই অপকর্ম,যা দিন দিন এর উপদ্রব বেড়েই চলেছে। এতে দূরপাল্লার বাহন সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী আরো জানান,৫ আগস্টের আগে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডাকাতির উপদ্রব বেড়েছে। এলাকার স্থানীয় ব্যবসায়ী মোঃ জহির মিয়া জানান,আমি বিকাশের ব্যবসা করি এলাকার সাইদুল মার্কেটে।বেশ কিছুদিন আগে প্রতিদিনের মতো ঐ দিন ও সন্ধ্যায় দোকান বন্ধ করে নগদ প্রায় (৪০০,০০০) চার লক্ষ টাকা নিয়ে মার্কেট থেকে পাকুন্দা আমার বাড়ি যাওয়ার পথে ডাকাত দল আমাকে হামলা চালায়, মারণাস্ত্র, দেখিয়ে আমাকে ভয় দেখায় এবং চাইনিজ কুড়াল, রামদা দিয়ে কুপিয়ে আমাকে রক্তাক্ত জখম করে আমার সর্বস্ব কেড়ে নেয়।কি বলবো ভাই এলাকায় ডাকাতের যে উপদ্রব বেড়েছে,এখন তো জীবন নিয়েই আতংকে আছি। এছাড়াও গত ২৫ আগষ্ট (মঙ মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক (১২:৩০) টার দিকে প্রায় দুই ঘণ্টা চালাচল কৃত বিভিন্ন যানবাহন আটকে চালকদের মারধর করে, ডাকাতির ঘটনা ঘটেছে পেচাইন ব্রিজে। পরে প্রশাসন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকার গোলাকান্দাইল,পাকুন্দা,বালিয়া পাড়া সড়ক,পাকুন্দা এসিয়ান হাইওয়ে ব্রিজ,পারহাউজ,শিংলাব ব্রিজ এলাকায় চলে বেশিরভাগ ডাকাতি।সন্ধা ৮ টার পর থেকেই ডাকাতি শুরু হয় বলে জানা যায়।
ডাকাতদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকায় কেউ সামনে যেতে সাহস পায় না।
এমতাবস্থায় আমরা এলাকাবাসী অনিরাপত্তায় ভুগছি। সন্ধ্যার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এছাড়াও এই সড়কটি দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। ডাকাতের উপদ্রপে যান চলাচল কমতে শুরু করেছে।
এমতাবস্থায় চলতে থাকলে দিন দিন এই সড়কটি ডাকাতদের অবাসস্থলে পরিণত হবে ।তাই প্রশাসনের কাছে দাবি এখনি ডাকাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।
কালের সমাজ/ খ.স./ সাএ
আপনার মতামত লিখুন :