ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

শিবচরে মাদক, কিশোর গ্যাং ও অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে নবনিযুক্ত ইউএনও‍‍`র কঠোর হুঁশিয়ারি

কালের সমাজ | শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি আগস্ট ২৮, ২০২৫, ০৬:৪৫ পিএম শিবচরে মাদক, কিশোর গ্যাং ও অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে নবনিযুক্ত ইউএনও‍‍`র কঠোর হুঁশিয়ারি

মাদারীপুরের শিবচরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান যোগদান করেই মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ ড্রেজার ও বালু ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক পরিচিতি সভা ও মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় সহকারী ক‌মিশনার(ভূ‌মি) শাইখা স‌ুলতানাসহ উপ‌জেলা কর্মরত বি‌ভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মি‌ডিয়ার সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা শিবচরের বিভিন্ন সমস্যা ও অনিয়ম তুলে ধরেন। ইউএনও এইচ এম ইবনে মিজান এসব অনিয়ম নিয়ন্ত্রণে এবং উপজেলাকে একটি সুশৃঙ্খল ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, "মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ বালু ব্যবসা সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইউএনও আরও উল্লেখ করেন যে, শিবচরের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবেন।

কালের সসমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!