বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানের একমাত্র পথ নির্বাচন। যারা নির্বাচন বয়কট বা বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এবার নির্বাচন কমিশন নির্বাচনের পথে অগ্রসর হয়েছে। দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেয়ার বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে, তারা নিশ্চিহ্ন হবে।”
তিনি আশা প্রকাশ করেন, “এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অতীতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং সামনেও সব ধরনের সহায়তা করবে।”
গত মে মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা হয়। পরে অন্তর্বর্তী সরকার প্রধান জাতির উদ্দেশে ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :