ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

কাজী নজরুল উন্নত ও গণতান্ত্রিক সমাজের প্রেরণা: রিজভী

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৫, ১২:০৭ পিএম কাজী নজরুল উন্নত ও গণতান্ত্রিক সমাজের প্রেরণা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রধান প্রেরণা। বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “কাজী নজরুলের চেতনা উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র। তিনি জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণঅভ্যুত্থান পর্যন্ত তার লেখা জাতিকে সাহস যুগিয়েছে।”

তিনি অভিযোগ করেন, “স্বৈরশাসকের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ সেই অধিকার ফিরে পাবে। উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, যেমনটি নজরুল আমাদের শিখিয়েছেন।”

রিজভী আরও বলেন, “জাতি যখন পথ হারায়, তখন নজরুলের লেখা হয়ে ওঠে আলোকবর্তিকা। খালেদা জিয়া ও তারেক রহমানও তার চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।”

এদিন কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। আয়োজনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা। রাজধানীসহ সারা দেশেই নজরুলকে স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!