ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ, সরকারের নীরবতায় ক্ষোভ

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি আগস্ট ২৮, ২০২৫, ০৪:৫১ পিএম ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ, সরকারের নীরবতায় ক্ষোভ

ফরিদপুর সদর উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।‘সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার কর্তৃক অনুমোদিত প্রকল্পের অর্থ বরাদ্দ হলেও তা এখনো তাঁদের হাতে পৌঁছায়নি। এ কারণে তাঁদের জীবনমান উন্নয়নের পথ আরও কঠিন হয়ে পড়ছে। ‘আমাদের দাবী: মানতে হবে’—এই স্লোগান সংবলিত একটি ব্যানার নিয়ে তাঁরা শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

প্রতিবাদে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, “সরকার উন্নয়নের কথা বললেও বাস্তবে আমরা অবহেলিতই থেকে যাচ্ছি। এই অর্থ ছাড়া আমাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।”

কালের সসমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!