ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নির্বাচনী রোডম্যাপে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন

কালের সমাজ | একুশে সংবাদ ডেস্ক আগস্ট ২৮, ২০২৫, ০৭:০৬ পিএম নির্বাচনী রোডম্যাপে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “রোডম্যাপ যথাসময়ে ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ ধরনের উদ্যোগের প্রত্যাশা ছিল। এখন আমাদের আশা—এই রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন সম্পন্ন হবে।”

এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেন, “জাতি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে দেশের অর্থনীতি নতুন দিগন্তে প্রবেশ করবে। রাজনীতির দ্বন্দ্ব শেষ হয়ে জাতি গঠনের সময় এসেছে।”

তিনি আরও জানান, জনগণ এখন জবাবদিহিমূলক সরকার চায়। বিএনপির পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের পর অর্থনীতির উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দাবি করেন, আগামী ১৮ মাসে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির প্রস্তুতি রয়েছে। তবে এর জন্য সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হবে। একই মাসে সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ এবং অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে, যা দেড় মাস পর্যন্ত চলবে।

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!