বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে—এমন কোনো বক্তব্য আমি দিইনি।”
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, “আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পারি—আমার কিছু বক্তব্য নিয়ে দল জানতে চেয়েছে কেন আমি এসব বলেছি। আমি নির্ধারিত সময়ে এর জবাব দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব।”
তিনি অভিযোগ করে বলেন, “আজ সকালে দেখি বাসার নিচে সাত-আটজন লোক জড়ো হয়ে আমার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। আমি দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছি। সেখানে মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা, সেই প্রশ্ন দেশের মানুষের কাছে রাখতে চাই।”
নিজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আমার দেশে নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। কিন্তু আমি দেখছি এ অধিকারে বাধা তৈরি হচ্ছে। আমি মৃত্যু ভয় পাই না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়।”
তিনি আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে কখনোই আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে—এমন কথা আমি বলিনি। যদি কেউ প্রমাণ দেখাতে পারে, তবে সেটি সামনে আনুক।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :