ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৫, ০৪:২৭ পিএম গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গাজীপুরের পুলিশ কমিশনারের বিষয়ে আলোচনা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান, সে বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার।”

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করেছে। উদ্ধারকৃত অস্ত্রের ধরন অনুযায়ী ৫০০ টাকা থেকে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

  • প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা

  • এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা

  • চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা

  • এসএমজি উদ্ধার হলে ১ লাখ ৫০ হাজার টাকা

  • পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার অস্ত্র উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের জন্য নয়, সর্বক্ষণ অবৈধ অস্ত্রের আগমন রোধে তৎপর। বর্তমানে সীমান্ত অনেক বেশি সুরক্ষিত।”

ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!