ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি

কালের সমাজ | নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ০১:১১ পিএম তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।

সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে আদালতে শুনানি হবে।

গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ আগস্ট গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত নাসিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর পাকা রাস্তায় অংশ নেন মো. আসাদুল হক বাবু। ওইদিন দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি বুকে ও ডান পাশে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিনকে ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!