ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘চমৎকার’ বললেন জেলেনস্কি, তবে ‘সেরা’ নয়

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৯, ২০২৫, ১০:২০ এএম ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘চমৎকার’ বললেন জেলেনস্কি, তবে ‘সেরা’ নয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে “খুবই চমৎকার” আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এটিকে তিনি ‘সেরা বৈঠক’ বলতে রাজি নন। জেলেনস্কির মতে, নিকট ভবিষ্যতেই হবে সেই সেরা বৈঠক।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বসেন জেলেনস্কি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা স্পর্শকাতর নানা বিষয় নিয়ে কথা বলেছি। তবে আমার বিশ্বাস, সেরা আলোচনাটা এখনও বাকি।”

অন্যদিকে, বৈঠকে ট্রাম্প জানান, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির পক্ষপাতী। এ জন্য তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ইচ্ছা প্রকাশ করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলেনস্কিও ইঙ্গিত দেন, তিনি ট্রাম্পের প্রস্তাবে একমত এবং তিনিও ত্রিপাক্ষিক বৈঠকের পক্ষে।

সূত্র: সিএনএন

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!