ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৭

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২০, ২০২৫, ১০:৫৯ এএম নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের লক্ষ্য করে সশস্ত্র ব্যক্তিরা নির্বিচারে গুলি চালায়।

এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে জমি ও পানি ব্যবহারের দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের সহিংসতা ঘটে। গত জুনে একই ধরনের হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

কাটসিনা রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর ওই এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে আর কোনো সহিংসতা না ঘটে।

 

কালের সমাজ/এ.কু/সাএ

Side banner
Link copied!