কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ হারালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন (২৮)। রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড থেকে কুলিয়ারচর সদরে প্রবেশপথ কামালিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন কটিয়াদি উপজেলার লোহাঝুড়ি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি সদ্যবিবাহিত ছিলেন। তার স্ত্রী তামান্না আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ি কটিয়াদি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন জয়নাল। বাজরা থেকে কুলিয়ারচর সদরে আসার পথে কামালিয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক্টরসহ পালিয়ে যায়।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, নিহত জয়নাল আবেদীন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিসংখ্যানবিদ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির চাকা তার বুকের ডান পাশ দিয়ে উঠে যায়। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কুলিয়ারচর থানা পুলিশের ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদরে পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত সরকারি কর্মচারীর খোঁজখবর নেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :