ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

কর্মকর্তারা কোনও রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০৬:৪২ পিএম কর্মকর্তারা কোনও রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে কর্মকর্তাদের কোনও ধরনের দুর্নীতি বা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিতে যুক্ত হওয়া যাবে না। দেশের মান ও সম্মান ক্ষুণ্ণ হতে পারে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

রবিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ে প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের জন্য নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মূলত তাদের রেমিট্যান্স দেশের অর্থনৈতিক ভিত্তি টিকিয়ে রেখেছে। প্রবাসী শ্রমিক ও অন্যান্য নাগরিকদের পাসপোর্ট ও সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সুন্দর ব্যবহার, সম্মানজনক আচরণ এবং সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!