ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বান্দরবানে পুলিশের অভিযানে টাকা‍‍`সহ ছিনতাইকারী আটক

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান জেলা প্রতিনিধি আগস্ট ১৭, ২০২৫, ০৮:১৫ পিএম বান্দরবানে পুলিশের অভিযানে টাকা‍‍`সহ ছিনতাইকারী আটক

পার্বত্য জেলা বান্দরবানের শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ।

রবিবার ১৭ আগস্ট২৫ইং রবিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা দুই লাখ পনেরো হাজার টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছিনতাইয়ের ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালানো হয়। পরে বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চকরিয়ার খুটাখালী নতুন পাড়া থেকে শাহাদাত হোসেন সাজু (৪৫) নামের এই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জেলা পরিসংখ্যান অফিসে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক বলে জানা গেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!