ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০৮:৩৫ পিএম হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!