গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর গ্রামের তেরাইসা মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, “একটি দল দেশে ফ্যাসিবাদ কায়েম করে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। দেশের উন্নয়ন ও জনগণের মুক্তির জন্য আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান টুটুল মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবু শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সদস্য ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মুন্নু মুন্সি, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান, মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক সেন্টু শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, উপজেলা শ্রমিক দলের নেতা রাকিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি ও সাধারণ সম্পাদক মহসিন মোল্লা।
অনুষ্ঠানে স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মো. সিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :