ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কালের সমাজ | মোঃ সবুজ মিয়া, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ০৭:৪০ পিএম কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে থানার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম।

সঞ্চালনা করেন ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু।

এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযুষ কান্তি ঘোষ, ডুমরাকান্দা বাজার পরিচালনা কমিটির সভাপতি, বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি এএসপি নাজমুস সাকিব ও ওসি মোঃ হেলাল উদ্দিন মাদকমুক্ত কুলিয়ারচর গড়তে মাদকের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!