ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

টাইফয়েড টিকাদান কর্মসূচি ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরে পেছালো

কালের সমাজ | স্বাস্থ্য ডেস্ক আগস্ট ১৬, ২০২৫, ০৭:৫০ পিএম টাইফয়েড টিকাদান কর্মসূচি ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরে পেছালো

স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেরি হওয়ায় শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি ১ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, “স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে সময় লেগেছে। তাই নতুন করে ১২ অক্টোবর থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।”

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১৮ কর্মদিবস ধরে টিকাদান চলবে। প্রথম ১০ দিন বিভিন্ন বিদ্যালয়ে, পরবর্তী ৮ দিন নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুরা টিকা পাবেন।

স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, এই টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। টিকা দেওয়া হবে দুই ধাপে: প্রথম ধাপে বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে শিক্ষার্থীরা টিকা নেবে, দ্বিতীয় ধাপে যারা স্কুলে টিকা নিতে পারবে না, তারা পরে টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

এক ডোজের ইনজেকশনে দেওয়া এই টিকা ৩–৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে। টিকাগুলো ভারতের কাছ থেকে কেনা হয়েছে এবং ইতোমধ্যেই দেশে পৌঁছে গেছে।

টাইফয়েডের জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রমও চলছে। নিবন্ধন করতে ভিজিট করতে হবে: vaxepi.gov.bd/registration/tcv।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!