দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন রোগী।
রোববার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে বরিশালে ৭৪, চট্টগ্রামে ৭২, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৭, ঢাকা উত্তর সিটিতে ৩২, দক্ষিণে ৫৪, খুলনায় ২৮, ময়মনসিংহে ১১, রাজশাহীতে ৫১, রংপুরে ১৬ এবং সিলেটে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত এ বছর ১৮ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৭৬ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে মোট আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :