ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮০ জন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৫, ০৭:১৭ পিএম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮০ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ জনই ঢাকার বাইরের এবং বাকিরা রাজধানী ঢাকার। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ৩৩ জন নারী।


এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৫ জন। এর মধ্যে ১০ হাজার ৯২০ জন পুরুষ এবং ৭ হাজার ৭০৫ জন নারী।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বস্তরে সচেতনতা ও কার্যকর মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!