ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৫, ০২:২৯ পিএম বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আজ (শুক্রবার) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় ভবনটিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা অবস্থান করছিলেন। ভয়াবহ ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

সরকারি পর্যায়ে শোকপ্রকাশের পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনায় দেশজুড়ে চলছে নানা উদ্যোগ। আজকের দোয়া ও প্রার্থনার আয়োজন সেই ধারাবাহিক অংশ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!