সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের চাকসা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল সিরাজগঞ্জ পৌর শহরের রহমগঞ্জ মহল্লার শফিক আহমেদের ছেলে। সে চলতি বছর সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
দুর্ঘটনায় তার সঙ্গী মোটরসাইকেল আরোহী তৌফিক হাসান আহত হয়েছেন।
আহত তৌফিক জানান, বিকেলে তারা দুই বন্ধু চলনবিলের উধুনিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। ফেরার পথে চাকসা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যান এবং তৌফিক আহত হন।
তৌফিক আরও বলেন, ট্রাকের চাকায় এমনভাবে রাকিবুলের মাথা পিষ্ট হয়েছিল যে তাকে চেনার উপায় ছিল না।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :