ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি পর্দায় দেখানে হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে নতুন রাষ্ট্রের প্রত্যয়ে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামান, যুগ্ন আহব্বায়ক মোঃ বাহালুল মাতুব্বর, আঃ রাজ্জাক খান, উপজেলা উপজেলা জামায়েত ইসলামীর আমীর মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, নায়েবে আমির হাজী আবু বকর সিদ্দিক, যুবদল নেতা মুন্সী ইশারত,ছাত্রদল নেতা মোঃ রুমন মাতুব্বর, তুষার মাহমুদ,তামিম সিয়াম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ শতাধিক নারী-পুরুষ যুবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও জাকিয়া সুলতানা।
শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। অন্যায়, দূর্নীতি ও বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করবো আমাদের মাতৃভূমিকে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :