ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ শপথ অনুষ্ঠানে লাখো কণ্ঠে ঐক্য ঘোষণা

কালের সমাজ | সাতক্ষীরা প্রতিনিধি, এম রফিক জুলাই ২৬, ২০২৫, ০৪:৪৬ পিএম সাতক্ষীরায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ শপথ অনুষ্ঠানে লাখো কণ্ঠে ঐক্য ঘোষণা

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো সাতক্ষীরাতেও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত এই জাতীয় শপথ কর্মসূচির সাতক্ষীরা প্রান্তের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম এবং সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মশিদুল হক এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শপথ অনুষ্ঠানে সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবোধ-ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!