ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

কালের সমাজ | রাজশাহী ব্যুরো জুলাই ২৬, ২০২৫, ০৭:২২ পিএম পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

রাজশাহীর পবায় ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬জুলাই) ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলো দুজন হলো, মেহেদী (২৪) ও পারভিন বেগম (৪০)। তারা সম্পর্কে মা ছেলে। তারা পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার মেহেদী আমিরুলের সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মিজানুর রহমানের সাথে তার সৎ ভাই আমিরুলের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। মিজানুর ভাই আমিরুলের বাড়ির পাশে ১০কাঠা জমিতে আমন ধান রোপণ করেছেন।  গত ২১ জুলাই বৃহস্পতিবার আমিরুলের বাড়ির দুটি হাঁস ওই জমিতে যায়।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিরুলকে হাসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে মিজানুর ও তার লোকজন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপিয়ে আহত করা হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার আসামীরা পবার কয়রা গ্রামের এক বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে মেহেদি ও তার মা পারভিন বেগমকে গ্রেপ্তার করে। পরে তাদের দামকুড়া থানায় হস্তান্তর করা হলে থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!