ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মুকসুদপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জুলাই ২৬, ২০২৫, ০৫:২৩ পিএম মুকসুদপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

মুকসুদপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ৯টায় মুকসুদপুর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরায়হান ইসলাম শোভন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা,মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম ও জুলাই কন্যা তাহমিনা আক্তার প্রমূখ।

শপথ অনুষ্ঠানে শপথ  বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা লায়লা রহমান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!