জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) যোহরেরমাজের পর কাটিয়া শাহী মসজিদে এই অনুষ্ঠান আয়োজন করে আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল, সাতক্ষীরা জেলা শাখা।
সংগঠনের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ আব্দুর রকিব এবং নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ তামিম ইকবাল।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন শহীদ আসিফের ছোট ভাই রাকিবুল হাসান, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি ইমামুল হাসান ও আল মামুন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল এবং কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং দেশব্যাপী ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ সমাজ, মসজিদ কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :