দীর্ঘ ১৩ বছর পর বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে গঠিত হলো নওগাঁর মান্দা উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব। শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত কাউন্সিলে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে এম. এ মতীনকে সভাপতি এবং শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
উপজেলার শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কাউন্সিলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সাংগঠনিক সম্পাদক পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৯৭ ভোট পেয়ে শামসুল ইসলাম বাদল প্রথম স্থান এবং ৬৩৩ ভোট পেয়ে অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার দ্বিতীয় স্থান অর্জন করেন। এ পদে দুজনই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
১৪টি ইউনিয়নের মধ্যে ৯৯৪ জন কাউন্সিলরের মধ্যে ৯৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা উপস্থিতির দিক থেকে নজিরবিহীন বলে মনে করছেন নেতাকর্মীরা।
কাউন্সিল উপলক্ষে বিকেল ৪টায় আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, "দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো নেতাকর্মী অপরাধমূলক কাজে জড়ালে দল থেকে তাকে ছাড় দেওয়া হচ্ছে না।"
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ এবং সদ্য নির্বাচিত সভাপতি এম. এ মতীন, যিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
সমাবেশ পরিচালনা করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. নাজমুল হক নাজু।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৭ ও ২০২৩ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। ফলে এবারের কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :