ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৯ ফিলিস্তিনি

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৬, ২০২৫, ১০:১৩ এএম গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৯ ফিলিস্তিনি

গাজার ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার হামলায় শুক্রবার (১৯ জুলাই) একদিনেই অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬৭ জন। সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। মন্ত্রণালয়ের তথ্যমতে, এরপর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চলমান সহিংসতায় আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ৫২৭ জন নিহত এবং প্রায় ৩১ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন।

হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইডিএফ।


জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার এই সংঘাত বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল তা উপেক্ষা করে যাচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও দায়ের হয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে এবং জিম্মিদের মুক্ত করাই তাদের মূল লক্ষ্য।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!