ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গাজায় লাগামহীন হামলা: নিহত ৫৯ হাজার ৫৮৬ ছাড়াল

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৫, ২০২৫, ১১:০৮ এএম গাজায় লাগামহীন হামলা: নিহত ৫৯ হাজার ৫৮৬ ছাড়াল

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৯ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে। একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮৯ জন, আহত হয়েছেন আরও ৪৫৩ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৭৯ জন নিহত ফিলিস্তিনির পরিচয় শনাক্ত করে সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে, ফলে হঠাৎ করেই বেড়ে গেছে মৃতের সংখ্যা। একই সময়ে ত্রাণ সংগ্রহের চেষ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৩ জন নিহত ও ৬৮ জনের বেশি আহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধু মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৮৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ হাজার ২৭৫ জনের বেশি।

২০২৪ সালের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে, যার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে পড়ে। এই সময় থেকে এ পর্যন্ত নতুন করে আরও ৮ হাজার ৪৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩১ হাজার ৪৫৭ জন।


এদিকে, গাজায় চলমান মানবিক বিপর্যয় ও হত্যাযজ্ঞের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন তথা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!