ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেল আরও এক শিশু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৫, ১১:১৬ এএম মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেল আরও এক শিশু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু আইমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

এর আগের দিন বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে মারা যায় মাহতাব রহমান ভূঁইয়া (১৪)। তার কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মারা যায় মাহিয়া তাসনিম মায়া (১৫)। তিনজনই গুরুতর দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তাদের হিসাব অনুযায়ী এ ঘটনায় নিহত হয়েছেন ২২ জন। তবে পরে বার্ন ইনস্টিটিউটে আরও দুইজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া তালিকা অনুযায়ী, নিহতের সংখ্যা এখনো ৩১ বলে উল্লেখ করা হয়েছে। তবে নিহতের সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি সূত্রে পার্থক্য থাকলেও নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী—যা এই দুর্ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!