ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার কমিটি গঠন

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ২৫, ২০২৫, ০৬:০১ পিএম সিরাজগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার কমিটি গঠন

সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক বলেন ভোট দিলেই বেহেশত পাবেন বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করা হচ্ছে।

সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল ভোট দিলেই বেহেশত পাবেন বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করছে। বেহেশতের টিকিট কে পাবে, তা শুধু মহান রব্বুল আলামিন জানে। কাকে বেহেশত দিবেন, কাকে জাহান্নাম দিবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন নির্ধারন করবেন। কোন মানুষই কে জান্নাত, কে জাহান্নামে যাবে, তা নির্ধারন করতে পারে না। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল দেশে গুজব ছড়াচ্ছে যে, অমুক মার্কাই ভোট দিলেই, জান্নাত।

এই মুনাফিকি কথাগুলো কুরআন হাদিস দিয়ে জনগণকে বুঝাতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এখন বেশি প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার কমিটি গঠন করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ৯০% মুসলিম দেশে আলেম-ওলামাদের গুরুত্ব অনুধাবন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছে।

শুক্রবার ২৫ জুলাই ২০২৫, সকাল ১০টায় কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখা গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফেজ মাও: আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ হাফেজ মাও: নুরনবী হোসাইনী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাফেজ মা: জুবায়ের আহম্মেদ, কাজিপুর উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাও: বদিউর রহমান মজনু শুভগাছা ইউনিয়নের হাফেজ এরশাদ, মাইজবাড়ির ইউনিয়নের আব্দুর রাজ্জাক, নিশিন্তপুর ইউনিয়ন ওলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, মাও: আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর শাখার সাবেক সাধারন সম্পাদক মাও: মজনু সেখ এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাও: আনোয়ার হোসেন। কাজিপুরে ওলামা দলের কমিটি গঠনে মতবিনিময় সভায় কাজিপুর ওলামা দলের নেতৃবৃন্দ সহ কাজিপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!