ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে পাটের বাম্পার ফলন

কালের সমাজ | ময়মনসিংহ ব্যুরো জুলাই ১৯, ২০২৫, ০৫:২১ পিএম ময়মনসিংহে পাটের বাম্পার ফলন

বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের চরজেলখানা গ্রামে শনিবার (১৯ জুলাই) সকালে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পাটের বাম্পার ফলন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোঃ মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান তরফদার এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।

বক্তারা বলেন, একসময় বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম প্রধান পণ্য ছিল পাট, যাকে বলা হতো ‘সোনালী আঁশ’। সময়ের বিবর্তনে পাটের আবাদ কমে গেলেও কৃষি বিভাগ আবারও এই সোনালী ফসলের গৌরব ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং উৎসাহ প্রদানের মাধ্যমে পাটচাষকে লাভজনক করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রদর্শনী প্লট ঘুরে দেখেন অতিথিরা এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন।
 

Side banner
Link copied!