অভিজ্ঞ ব্যাংকার মিজানুর রহমান শরিয়াহ-ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। তিনি ব্যাংকিং খাতে ৩৪ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন।
যোগদানের পূর্বে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) পদে দায়িত্ব পালন করেন। তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে। দীর্ঘ ২১ বছর তিনি ওই ব্যাংকের বিভিন্ন শাখা ও জোনের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মিজানুর রহমান ফেনী, চট্টগ্রাম ও ঢাকায় মোট ৮টি শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, এজেন্ট ব্যাংকিং, মাইক্রোফাইন্যান্স, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ইলেকট্রনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।
শিক্ষাজীবনে মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।
তিনি দেশ ও বিদেশে ব্যাংক ব্যবস্থাপনা, প্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা ও আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তাঁর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :