মাদারীপুর জেলার মস্তফাপুর এলাকায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে চাইনিজ কুড়ালসহ দুই মোটরসাইকেল আরোহী যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২০ জুলাই ২০২৫) সকাল ১০টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর শাজাহান খান কলেজের সামনের সড়কে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের নজরে পড়ে একটি মোটরসাইকেল আরোহী দুই যুবকের সন্দেহজনক গতিবিধি।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দলটি তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালায় এ সময় রাব্বি হাওলাদার (২২), পিতা- মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদার, সাং- নতুন মাদারীপুর, উপজেলা ও জেলা মাদারীপুর তল্লাশির সময় তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে টহল দল তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :