কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুর ১২টায় উপজেলার বড়খারচর মহল্লায় অবস্থিত ‘কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’-এর নিজস্ব স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
সংস্থাটি ২০২৪ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকেই প্রতিবন্ধী শিশু-কিশোরদের শিক্ষায় এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম এবং উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন।
সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাংবাদিক ফারজানা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। প্রতিবন্ধীরা হলেন আমাদের সুবর্ণ নাগরিক। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”
পরে অনুষ্ঠানে অতিথিদের হাতে বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুবর্ণ নাগরিকদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সুবর্ণ নাগরিকদের একাধিক অভিভাবক অনুভূতি প্রকাশ করে বলেন, “এই আয়োজন আমাদের সন্তানদের প্রতি একটি সম্মানজনক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। সমাজে এখনও এমন কিছু মানুষ ও প্রতিষ্ঠান আছে, যারা নিঃস্বার্থভাবে অবহেলিতদের পাশে দাঁড়ান, তা দেখে আমরা আশাবাদী।”
তারা কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কালের সমাজ/হাকা
আপনার মতামত লিখুন :