ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কটিয়াদিতে পথসভা ও লিফলেট বিতরণ

কালের সমাজ | কিশোরগঞ্জ প্রতিনিধি জুলাই ২১, ২০২৫, ০৪:৫৪ পিএম তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কটিয়াদিতে পথসভা ও লিফলেট বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুনের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও লিফলট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার মসুয়া ইউনিয়নের পংমসূয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পথসভা শেষে বিভিন্ন হাট বাজারে দোকানদার, সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় মসূয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির  সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামির উদ্দিন কালাম ও মসূয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুহানিফা সোহরাব এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি  মাহবুবুর রহমান বাচ্চু, মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, মোঃ শফিকুর রহমান বাদল, মোঃ শহিদুল্লাহ, কিশোরগঞ্জ আইনজীবি ফোরামের সদস্য এড. সাহাব উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর জাকির বাবুল, কটিয়াদী উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শরিফ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজিব শিকদার, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুর রউফ খোকন, সদস্য সচিব হাবিবুর রহমান জীবন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক আশিকুর রহমান পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ টিপু সুতান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আশফাক আহমেদ জুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমরা বিগত ১৭টি বছর স্বৈরাচারী হাসিনা দ্বারা বারবার নির্যাতিত হয়েছি। ছাত্র-জনতা ও আমাদের আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। বিএনপি একটি সর্ব বৃহৎ এবং জনপ্রিয় দল। বিএনপির জনপ্রিয়তা দেখে দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র চলছে। দেশের এই ক্লান্তিলগ্নে আমরা জাতীতাবাদী সকল শক্তি এক হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা-বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়েছে। এসকল কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বৈরাচারের  দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। স্বৈরাচারের দোসরদের থেকে সাবধানে থাকতে হবে। ভবিষ্যতে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে, সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো।

 

কালের সমাজ/হাকা

Side banner
Link copied!