পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলায় ছাগল খাইয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ঘনফুট ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২০ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং অভিযানকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম হাসান। অভিযানে সহযোগিতায় করেন লামা থানা পুলিশ।স্থানীয়রা জানান, মো. জহির নামের একজন ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু মজুত করে আসছিলেন।
এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হলেও অবৈধ বালু মজুত বন্ধ হয়নি। জানা গেছে, উপজেলায় ছাগল খাইয়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইলের কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলন সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক`কে বলেন, ছাগল খাইয়া এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে লামা উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :