গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ এবং ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে, অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর ১৪৪ ধারা ও কারফিউ কার্যকর থাকবে না। পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন নির্দেশনা জারি করা হবে।
জেলা প্রশাসন আরও জানায়, সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্ট বাহিনীর অভিযান চলমান থাকবে।
গত ১৬ জুলাই (বুধবার) এনসিপির ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির সমাবেশে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনার পর ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে জেলা প্রশাসন।
পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হয়। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়।
সেই ধারাবাহিকতায় শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ কিছুটা শিথিল করা হলেও, পুনরায় রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো জেলাজুড়ে ১৪৪ ধারা বলবৎ থাকে।
অবশেষে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা আসে। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি ও অভিযান চলবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :