ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করেছে পুলিশ

কালের সমাজ | সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ২১, ২০২৫, ০৪:৪১ পিএম সিরাজগঞ্জে চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করেছে পুলিশ

উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাক সিরাজগঞ্জে আটক করে সাতটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ শে জুলাই)  সকাল ৭টার দিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে গরুগুলো উদ্ধার করা হয় বলে জানান যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- পাবনার ফরিদপুর উপজেলার নেছড়া শিববাড়ি এলাকার রহমত মোল্লার ছেলে মো. রোকন (৩৬) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের গহের আলীর ছেলে মো. শামীম (২৯)।
ওসি আসাদুজ্জামান বলেন, “ঢাকাগামী গরুবাহী মিনি ট্রাকটি যমুনা সেতুর পশ্চিম এলাকায় আসলে সন্দেহ হয়। এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করা হলে, চালক সেতু দিয়ে পূর্বদিকে পালানোর চেষ্টা করেন। ওই দিক থেকে বাধা পেয়ে তারা আবার পশ্চিমপাড়ে চলে আসে।
“পরে ট্রাকটি আটক করে ছোট-বড় সাতটি গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রোকনের বিরুদ্ধে পাবনা, নাটোর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় ২০টি এবং শামীমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।”
এ ঘটনায় মামলা হয়েছে; গরুর প্রকৃত মালিকদের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

কালের সমাজ/হাকা

Side banner
Link copied!