ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বৃত্তি পরীক্ষার সুযোগ চায় সিরাজগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা

কালের সমাজ | জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি জুলাই ২১, ২০২৫, ০৪:৩৩ পিএম বৃত্তি পরীক্ষার সুযোগ চায় সিরাজগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানুষবন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সোমবার (২১ শে জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়নের ২৩টি কিন্ডারগার্টেন থেকে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অংশ নেন।

মানুষবন্ধনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল করিম লিটন। তিনি বলেন, ‘গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। কিন্ডারগার্টেন, বেসরকারি কিংবা পথশিশু শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। এক দেশে দুই নীতি মানা যায় না।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই সব শিক্ষার্থী সমান সুযোগ পাক, কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমাদের দাবি না মানলে ভবিষ্যতে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

মানুষবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও এর অনুলিপি দেওয়া হয়।

 

কালের সমাজ/হাকা

Side banner
Link copied!